Logo
শিরোনাম

যুক্ত্রাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে বন্ধুকধারীর হামলা, নিহত মা-শিশুসহ ৬ জনক

প্রকাশিত:মঙ্গলবার ১৭ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ২৭৩জন দেখেছেন
Abdur Rahman

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- 

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুই বন্দুকধারী বাড়িতে ঢুকে গুলি চালিয়ে মা-শিশুসহ অন্তত ছয়জনকে হত্যা করেছে ।


ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় এই ঘটনা ঘটে।


স্থানীয় সরকারি কর্মকর্তারা ও পুলিশ বিষয়টি নিশ্চিত করে।


ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনও অপরাধী চক্র ও মাদক চোরাকারবারীদের যোগ থাকতে পারে।    


স্থানীয় পুলিশের পক্ষ হতে বলা হয়েছে, সোমবার (১৬ জানুয়ারী) ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়।


এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।


শেরিফ বোদেরাক্স বলেন, ‘পুরো ঘটনাটাই মর্মান্তিক। তবে মাথায় গুলিবিদ্ধি হয়ে ১৭ বছর বয়সী এক মা ও তার ছয় মাস বয়সী শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।


গোলাগুলির সময় বাড়ির ভেতর লুকিয়ে থাকার কারণে দুই ব্যক্তি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়। শেরিফের ধারণা মাদক–সংক্রান্ত ঘটনার জেরেই এই হামলা হয়েছে।


সূত্র: ফোর্বস, ইউএস নিউজ


আরও খবর