
উত্তরবঙ্গের বৃহত্তম প্রতিষ্ঠান জামিল মাদ্রাসায় বুখারী শরীফ খতম উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছিল।
১৭/০২/২০২৩ রোজ শুক্রবার বাদ আছর জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদ্রাসায়) বুখারী শরিফ খতম উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছিল,
উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন এবং দোয়া করেছেন এবং বুখারী শরীফ এর শেষ দরস পাঠদান করেছেন পীরে কামেল, শায়খুল হাদিস হযরত মুফতি মাওলানা মোঃ আরশাদ রহমানি সাহেব (দা:বা:)।
চেয়ারম্যান তানযিমূল মাদারিসিদ দ্বিনিয়া আল আরাবিয়া শিক্ষা বোর্ড ঢাকা বাংলাদেশ। মহা পরিচালক, ইসলামী রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা বাংলাদেশ।
এবং উপস্থিত ছিলেন অত্র জামিয়ার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মোঃ আব্দুল হক হক্কানী (দা:বা:)।মুহাদ্দিস অত্র জামিয়া।
এবং আরো উপস্থিত ছিলেন।
মাওলানা মোঃ আঃ সবুর সাহেব (দা:বা:)। মুফতি মাওলানা মোঃ শফি কাসেমী সাহেব (দা:বা:)। মুফতি মাওলানা মোঃ সাদেকুল ইসলাম সাহেব(দা:বা:)। উস্তাদ অত্র জামিয়া
এবং আরো উপস্থিত ছিলেন অত্র জামিয়ার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানে মোহতারামগন।
এবং বুখারী শরীফ এর শেষ সবক (পাঠ) পড়েন অত্র জামিয়ার ছাত্র মাওঃ মোহাম্মদ উসামা।
বাদ আছর বুখারী শরীফ খতম করা হয়, এরপর কিছু মূল্যবান নসিহত প্রদান করেন।
এরপর হযরত উস্তাদ, ছাত্র, এবং তাদের অভিভাবকদের কে অভিনন্দন জানান এবং তাদের জন্য দোয়া করেন। এবং দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়।
এবছর অত্র জামিয়া থেকে মোট ২৫৫ জন ছাত্র দাওরায়ে হাদীস (মাষ্টার্স) শেষ করলেন।
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন আমীন!