
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
উত্তর জার্মানিতে ট্রেনে এক হামলাকারীর ছুরির আঘাতে ২জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী হামলাকারীকে আটক করা হয়েছে। ওই হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।
তবে কী কারণে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি জার্মান পুলিশ।
সূত্র: ডিডব্লিউ