Logo
শিরোনাম

উপজেলা পর্যায়ে বাংলাদেশ আওয়ামীলীগের শান্তি সমেবেশ ও বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত

প্রকাশিত:শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১৮০জন দেখেছেন
এস এম নুরুল আমিন

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- 


কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলায়  দেশের প্রধান দুই রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ( ক্ষমতাশীল দল) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৃথক পৃথক ভাবে তাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছেন ।  ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে।


 অপরদিকে ভুরুঙ্গামারী উপজেলা বিএনপি  ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি পালন করেন।১১ই ফেব্রুয়ারি  শনিবার দুপুরে  বিএনপি-জামায়াত ঐক্য জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের করে ভূরুঙ্গামারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


 এসময় জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  নুরুন্নবী চৌধুরী খোকন সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

উপজেলার ১০টি ইউনিয়নে একই কর্মসূচি এক যোগে পালন করে উপজেলা আওয়ামীলীগ।


এদিকে ভুরুঙ্গামারী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে মিছিল নিয়ে ফেরার পথে  আওয়ামীলীগের একদল কর্মী ভূরুঙ্গামারী কলেজ মোড়ে বিএনপির সমাবেশের ব‍্যানার ছিরে ফেলে, অস্থায়ী মঞ্চ ও মাইক ভাংচুর করে বলে অভিযোগ করেছে বিএনপি।


 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফা দাবী  আদায়ে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসূচি ভূরুঙ্গামারী কলেজ মোড়ে পালন করে।


 উপজেলার দশটি ইউনিয়নে এক যোগ এই কর্মসূচি পালন করে বিএনপি। 


এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান  ফরিদুল হক শাহিন শিকদার , সহ-সভাপতি কাজী নিজামসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ গ্রহন করেন।


আরও খবর