
মেভটাইমস ডেস্কঃ চলে যেও নাকো,
হিজলের বনে আঁচল উড়িয়ে একপ্রস্থ জীবন কুড়িয়ে আনি |
সেই যে গেলে
ফিরে তো আর এলে না?
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
কখন ক্লান্ত হয়ে পড়েছি
নিজেই জানি না |
আমি তো কখনো হিজলের বনে যাই নি---
পথই জানা হলো না|
শুধু উদাস নয়নে তোমার চলে যাবার পথে চেয়ে থাকি…
আর দেখি দূরে…আরও দূরে
যেখানে দৃষ্টি আর চলে না…
ঠিক ততখানি দূরে
কে যেন ধুসর আঁচল হাওয়ায় উড়িয়ে আমায় ডাকে
আর কানে কানে বলে:
অই যে আবছা আবছা ছায়ালিপির সারি,আর দুরু দুরু বুকের কাঁপন…
সেইখানে চোখ রেখে দেখো
হৃদয়ের ভরা জলে অদ্ভুত নাচন |
আমি তারে হিজলের বন বলে ডাকি|
ঘরে যাও…
বৃথা খোঁজ অলিকের পানে |
উন্মুক্ত হৃদয়ের অনাবিল ডাকে
আমি আছি প্রিয় তোমারই বুকের মাঝারে,
লেখক মোঃ আলফাত হাসান