Logo
শিরোনাম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করতে বিএনপি নেতা কর্মীদের মাঠে নেমে গণজোয়ার সৃষ্টি করতে হবে: বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা: এ জেডএম জাহিদ হোসেন

প্রকাশিত:শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১৭১জন দেখেছেন
মোঃ সাইফুল ইসলাম

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় ঘোষিত ২৭ দফা প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামতের অভিযাত্রায় ১০দফা কর্মসূচির অংশ হিসেবে বিরামপুর উপজেলা বিএনপির এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৭ টি ইউনিয়নে বিএনপি'র পদযাত্রা, জন মানুষের মাঝে লিফলেট বিতরন ও সমাবেশ করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪.৩০ মিনিটে জোতবানি ইউনিয়নের কেটরাহাট থেকে এ পদযাত্রার  সূচনা করেন -বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা: এ জেডএম জাহিদ হোসেন। এসময় তার সাথে ছিলেন,বিরামপুর উপজেলা  বিএনপির সভাপতি মিয়া মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জোতবানি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ জেলা/উপজেলা বিএনপি  অংগ এবং সহযোগি সংগঠণের নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করে।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত চিকিৎসক ডা: এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান অনির্বাচিত সরকারকে আন্দোলনের  মাধ্যমে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাধ্য করতে বিএনপি নেতা কর্মীদের মাঠে নেমে গণজোয়ার সৃষ্টি করতে হবে।  তিনি সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিএনপির সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


আরও খবর