
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
স্টাফ রিপোর্টার ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় শাহীন নামে এক যুবক নিহত হয়েছেন। শাহীন শরীয়তপুর জেলার জাজিরা এলাকার শুকুর আলীর ছেলে। ঢাকার নিউ মার্কেট এলাকায় তার শাড়ি পাঞ্জাবির দোকান আছে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে শাহীন শনিবার বিকালে পাঁচ মাসের শিশুকন্যা আরাবিয়া ইসলাম সিনহা ও স্ত্রী মাহফুজা শিলাকে নিতে শৈলকুপার চরবাখরবা গ্রামের শশুর বাড়িতে যাচ্ছিলেন। তিনি গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসির বাস তার বহনকারী ইজিবাইককে ধাক্কা দেয়। কাপড় ব্যবসায়ী শাহীন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী মাহফুজা শিলা বলেন ১০ দিন আগে ঢাকা থেকে তিনি তার পিতার বাড়িতে এসেছিলেন। মেয়ের জন্য তার স্বামীর মন খারাপ হলে ঢাকা থেকে নিতে আসেন শাহীন। অবশেষে শ্বশুরবাড়িতে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহীন। ফলে দেখা হলো না আর স্ত্রী ও শিশু কন্যার সাথে। ঝিনাইদাহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জেসমিন সুলতানা বলেন মাথায় আঘাত পাওয়ার কারণে তার ব্রেন হেমারেজ হয়েছে। এ কারণে দ্রুততার মৃত্যু হয়।