
মেভটাইমস অনলাইন ডেস্কঃ- নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরে ফায়ার সার্ভিস ষ্টেশন চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
“ দূর্ঘটনা-দূর্যোগ হ্রাস করি’বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাণীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু। এ ছাড়া রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা দেলোযার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।