Logo
শিরোনাম

রাজধানীর দুই স্থান থেকে আজ বিএনপির পদযাত্রা

প্রকাশিত:শুক্রবার ১৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১৪৭জন দেখেছেন
Abdur Rahman

Image

 মেভটাইমস অনলাইন ডেস্কঃ- 

সরকারের পদত্যাগসহ ১০ দফা এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে আজ শুক্রবার রাজধানীর দুই স্থান থেকে বিএনপির পদযাত্রা । একটি হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, অন্যটি উত্তর সিটি কর্পোরেশনে।


বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মতিঝিল গোপীবাগ প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী থাকবেন।


একই সময়ে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে উত্তরা জসিম উদ্দিন রোড মোড় থেকে পদযাত্রা শুরু হবে। সেখানে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ও ইকবাল হাসান মাহমুদ টুকু।   

  

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম জানিয়েছেন, তাদের পদযাত্রার কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। সেইভাবে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।



আরও খবর

বিরামপুরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ

শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩