Logo
শিরোনাম

পুকুরে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ২৬০জন দেখেছেন
Md. Emran Hossain

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- বগুড়ার আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলিয়াস হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার কদমা গ্রামে এ ঘটনা ঘটে। ইলিয়াস ওই গ্রামের জাহের আলীর ছেলে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস হোসেন তার বাড়ির পাশের পুকুরে মাছ চাষ করেন। মঙ্গলবার সকালে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসিয়ে পুকুর থেকে পানি সেচ দেন। সেচ কাজ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সূত্রঃ তরিকুল ইসলাম জেন্টু


আরও খবর