Logo
শিরোনাম

অবহেলার প্রহর

প্রকাশিত:শুক্রবার ২২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৯১৮জন দেখেছেন
Mohd Masum

Image

মেভটাইমস ডেস্কঃ থাকিস ভালো তুই,নিজের মতো করে,

আপনারে রাখিস কাছে,যাসনা দূরে সরে।

কাজের শেষে অবসরে,একাকী প্রহরগুলো,

আজো কাটে তোকে ভেবে,আগে যেমন ছিলো।

কি যেনো এক হতাশা বুকে,চেপে রাখি সারাবেলা,

কেনো রে তুই হারিয়ে গেলি,কোন সে সুখের ভেলা!

রোজ স্বপনে খুব যতনে,দেখি তোর ওই মুখ,

বিশ্বাসটা তুই ভাঙ্গলি আমার,ভেংগে দিলি এই বুক।

যখন পাশে ছিলি আমার,যেমন যত্ন নিতাম,

আজো আমার ইচ্ছে  করে,তোকে যদি পেতাম!

সব কল্পনা হার মানলো,তোর স্মৃতিতে মজে,

আজ আকাশের তারার  মাঝে থাকি তোকে খুজে।

তোর ভালোবাসা বুকে নিয়ে,বেচে রবো চিরকাল,

একদিন এসে দেখিস আমায় আজ এ কি হাল!

অবহেলার প্রহর গুলো কাদে আজ একা,

ঘুমের ঘোরে তবুও কখনো,পাই না তোর দেখা।

ভুল করেছি দেখে আমি তোর মায়ামুখ,

তাইতো এখন মনের ভেতর ঝলসে গেছে সব সুখ।


আরও খবর

কবিতা ( সাগর মাঝে )

বুধবার ২৩ ফেব্রুয়ারী ২০২২

সুন্দরবন বাংলাদেশের গর্ব

সোমবার ২৯ নভেম্বর ২০২১