Logo
শিরোনাম

নওগাঁয় মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ১৪ নভেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ২৮৫জন দেখেছেন
Md. Emran Hossain

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- মাদ্রাসা শিক্ষার জন্য সরকারের প্রণীত শিক্ষানীতি ২০১০ সহ ১৩ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁয় ঘন্টাকাল ব্যাপি মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসীন নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে।


শাখার সভাপতি আবদুস সাত্তার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি নওগাঁ নামাজগর গাউসুল আজম কামিল মাদ্রাসার অধ্যক্ষ পিএম আদম আলী, সহ-সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের ৯১% মুসলমান। দেশে ষষ্ঠ শ্রেণি হতে সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ে যেসব ঘটনা এবং চিত্র প্রকাশিত হয়েছে তা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অবমাননাকর। তারা শিক্ষানীতিতে ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

১৩ দফার অন্যান্য দাবির মধ্যে রয়েছে, শিক্ষাক্রম অনুযায়ী পাঠ্যবই প্রণয়নের পূর্ব পর্যন্ত প্রচলিত পাঠ্যবই সমূহে পাঠদান অব্যাহত রাখা, সাধারণ শিক্ষায় এসএসসি পরীক্ষায় ১০০০ নম্বর নির্ধারণ, বেসরকারি সকল স্তরের শিক্ষক কর্মচারিদের চাকরি জাতীয়করণ, প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ২০১৮ সালে প্রণীত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষানীতির শতভাগ বাস্তবায়ন, মহিলা কোটা শিথিল ও সংশোধন, মাদ্রাসার শিক্ষকদের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ স্কুল ও কলেজের নীতিমালা ২০২১ এর সাথে সমন্বয়।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের অফিস কক্ষে গিয়ে প্রধানমন্ত্রী বরাবর ১৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ স্মারকলিপিটি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অগ্রগামী করবেন বলে জানান।


আরও খবর