
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
টাঙ্গাইলের নাগরপুরে “সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহীদ সামসউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখা এ সম্মেলনের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, প্রধান শিক্ষক মো. কেতাব আলী, নাগরপুর উপজেলার ইমাম কমিটির সভাপতি মাও. আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলার সুপারভাইজার মো. রবিউল আলম প্রমুখ। এসময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্য ও মসজিদের ইমামসহ গণ্যম্যান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।