Logo
শিরোনাম

লেবাননে নারীকর্মীর মৃত্যু, ৪ বাংলাদেশি আটক

প্রকাশিত:সোমবার ০১ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৩৫৮জন দেখেছেন
মোঃ সাইফুল ইসলাম

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- লেবাননে সাবিনা ইয়াসমিন নামে এক প্রবাসী বাংলাদেশি নারীকর্মীর মৃত্যুর ঘটনায় ৪ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার দেশটির জুনি জেলার জেসর মালাব সংলগ্ন একটি রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীকর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ১২ বছর আগে লেবাননে আসেন সাবিনা। সোমবার রুমে তার মরদেহ দেখতে পান স্থানীয় আরেক বাংলাদেশি। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, রোববার দিনগত রাতে কে বা কারা সাবিনাকে শ্বাসরোধে হত্যা করে রুমে ফেলে গেছেন। সাবিনার বাড়ি বগুড়া জেলায়। তার বাবার নাম নূর ইসলাম।

তদন্তের স্বার্থে পুলিশ আটক ৪ বাংলাদেশির নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি।


আরও খবর