
ইচ্ছে থাকলেই উপায় হয় এবং সব থেকে বড় বল যে মনোবল তার প্রমাণ মোঃ মানিক রহমান পেয়েছেন জিপিএ-৫।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ীর জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেন মোঃ মানিক রহমান।
আজ সোমবার বেলা ১২ টা পর প্রকাশ হয় এস এস সি রেজাল্ট।মানিক রহমান পেয়েছেন জিপিএ-৫। মানিক রহমানের রেজাল্ট দেখে আনন্দিত তার সহপাঠী, আত্নীয় - স্বজন সহ আশে পাশের সকলেই।
মানিক রহমানের বাড়ি ফুলবাড়ী উপজেলার সদর চন্দখানা গ্রামে ।মানিক রহমানের মা মোঃ মরিয়ম বেগম ফুলবাড়ী উপজেলার রাবাইতারী স্কুল এণ্ড কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক।
বাবা ঔষধ ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান। মানিক রহমানের বাবা বলেন আমার দুই ছেলে বড় ছেলে মানিক রহমান,আমি তার রেজাল্ট শুনে অনেক আনন্দিত।তিনি বলেন আমার ছেলে জন্ম থেকেই প্রতিবন্ধী দুটি হাত নেই তার।
কিন্তু লেখা-পড়াতে অনেক আগ্রহ ছিলো মানিক রহমানের।
মানিক রহমানের ইচ্ছে সে বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে।মানিক রহমান বলেন আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমার প্রতি রহমত করেছেন।তিনি আরো বলেন সবাই দোয়া করবেন যেনো আমি আমার লক্ষে পৈছাঁতে পারি দেশের জন্য কিছু করতে পারি।
জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার বলেন, মানিক রহমান অনেক ভালো ছাত্র ছিলো আমরা সকলেই দোয়া এবং আশা করছি সে জিপিএ-৫ পাবে আল্লাহর রহমতে সে জিপিএ-৫ পেয়েছে আমি তার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।