
মেভটাইমস অনলাইন ডেস্কঃ- ১২ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্রথমবারের মতো সবচেয়ে খারাপ সময় যাচ্ছে ফেসবুকের, চলতি বছরের শুরু থেকে প্রতিষ্ঠানটির আয় কমছে। তাই কর্মী ছাঁটাইয়ের সিন্ধান্ত নেওয়া হয়েছে।
বিজনেস ইনসাইডার রিপোর্টে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে এবারই প্রথম এত বড় সংকটে পড়েছে ফেসবুক। সংকট সমাধানে ফেসবুক ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে।
সাপ্তাহিক প্রশ্নোত্তর সেশনে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুকের অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ায় সবার সহযোগিতা প্রয়োজন।
আমি আশা করেছিলাম বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল হবে, কিন্তু হচ্ছে না। এ কারণে কিছুটা রক্ষণশীল পরিকল্পনা করতে চাই, সাপ্তাহিক প্রশ্নোত্তর সেশনে কর্মীদের বলেন জাকারবার্গ। মেটা তার সব টিমের বাজেট কমিয়ে দেবে বলেও এ সময় জানান তিনি।
গত জুনে মেটা জানিয়েছিল, চলতি বছরে কমপক্ষে ৩০ শতাংশ প্রকৌশলীর নিয়োগ কমানোর পরিকল্পনা রয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কর্মী বিজনেস ইনসাইডারকে বলেন, ফেসবুক থেকে জোর করেই কর্মীদের বের করে দেওয়া হচ্ছে।
ফেসবুকের ব্যবসা ভালোর সময় মেটার শেয়ার দর ছিল ৩৮০ মার্কিন ডলার, এখন তা ৬০ শতাংশ কমেছে।