Logo
শিরোনাম

কবিতা ( সাগর মাঝে )

প্রকাশিত:বুধবার ২৩ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৫৮৪জন দেখেছেন
Repoter (Bangladesh)

Image


       সাগর মাঝে

     আলী আছগর


সাগর যখন উথলে ওঠে জোয়ার ভরা ঢেউ 

তখন তাকে থামিয়ে দিতে

কেউ পারে না কেউ। 

যায় মাঝি নৌকা নিয়ে  সাগর মাঝে উতাল ঢেউয়ে 

তার জীবনের ঝুকি নিয়ে  

পাল তোলা নৌকা চলে ।

স্বরণ করে মনে প্রাণে বিশ্বাস করে সৃষ্টিকর্তা

আছে বলে 

সেই আসাতে চলে মাঝি 

উথাল ঢেউয়ের মাঝে।


আরও খবর

সুন্দরবন বাংলাদেশের গর্ব

সোমবার ২৯ নভেম্বর ২০২১

তুমি বলেছিলে,

শনিবার ২৩ অক্টোবর ২০২১