
সাগর মাঝে
আলী আছগর
সাগর যখন উথলে ওঠে জোয়ার ভরা ঢেউ
তখন তাকে থামিয়ে দিতে
কেউ পারে না কেউ।
যায় মাঝি নৌকা নিয়ে সাগর মাঝে উতাল ঢেউয়ে
তার জীবনের ঝুকি নিয়ে
পাল তোলা নৌকা চলে ।
স্বরণ করে মনে প্রাণে বিশ্বাস করে সৃষ্টিকর্তা
আছে বলে
সেই আসাতে চলে মাঝি
উথাল ঢেউয়ের মাঝে।