
নিজস্ব প্রতিবেদক, নিউজ ঝিনাইদহ টিভিঃ
ঝিনাইদহ সদর পৌর জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত জাতীয় শ্রমিকলীগ সদর পৌর কমিটিতে সভাপতি মোঃ আরিফুল ইসলাম শিমুল, সাধারন সম্পাদক মোঃ ছোটন হাসান ও মোঃ রাশেদ হোসেন কে সাংগঠনিক সম্পাদক এবং ১৫ জনের নাম উলেক্ষ করে আংশিক কমিটি ঘোষনা করা হয়।
জাতীয় শ্রমিকলীগ ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুল হান্নান ও যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী দুই বছর মেয়াদী এই কমিটির অনুমোদন ও আগামী এক মাসের মধ্যে আংশিক থেকে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
উক্ত নবগঠিত কমিটিতে মোঃ লাল্টু জোর্য়াদ্দার, মোঃ আব্দুল মালেক, মোঃ জনি মোল্যা ও নির্মল কুমার সাহা কে সহ সভাপতি, মোঃ মিজান আহম্মেদ ও মোঃ ওমর ফারুক কে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ মিরাজ হোসেন সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহাগ মাহমুদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আব্দুল হান্নান দপ্তর সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম অর্থ বিষয়ক সম্পাদক, মোঃ পারভেজ হোসেন ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রেজি বেগম কে নিয়ে দুই বছর মেয়াদী এই আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় শ্রমিক লীগ ঝিনাইদহ জেলা শাখা।
নব গঠিত জাতীয় শ্রমিকলীগ সদর পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ ছোটন হাসান বলেন, উক্ত কমিটিতে আমাকে গুরুত্বপূর্ণ পদে রাখার জন্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক সফল পৌর মেয়র ও আমার রাজনৈতিক অভিবাবক জনাব সাইদুল করিম মিন্টু এবং জাতীয় শ্রমিকলীগের জেলা ও থানা কমিটির সকল নেতৃবৃন্দকে জানায় নবগঠিত পৌর কমিটির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।