Logo
শিরোনাম

ঝিনাইদহে ডাকাতির হাজিরা দিতে এসে ডাকাতি!

প্রকাশিত:সোমবার ২০ ফেব্রুয়ারী ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১৭০জন দেখেছেন
Mashrafi Alam Prappo

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- 

ডাকাতি মামলায় ঝিনাইদহে হাজিরা দিতে এসে আবারো ডাকাতি করেছে ৬ দুর্বৃত্ত। পুলিশী জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডাকাত সদস্যদের কাছ থেকে। গ্রেফতারকৃতরা ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা ও পবহাটী গ্রামে ডাকাতির ঘটনা সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেছে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ শনিবার দিনগত রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজাপুর থেকে ৩জন ও ঝিনাইদহ শহরের পাওয়ার হাউস পাড়া থেকে বাকী ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধুলোজোড়া গ্রামের রঙ্গু শেখের ছেলে শফিকুল ইসলাম, কান্দাকুল গ্রামের রমজান শেখের ছেল সুমন শেখ, মালিখালী গ্রামের রঙ্গু মোল্লার ছেলে মতজেল মোল্লা, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল জলিল, সদর উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আখিরন নেছা শিউলী ও মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে মেরিনা খাতুন বৃষ্টি। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহিন উদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম (বার) স্যারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডাকাতির সঙ্গে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হন। এরপর শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই মহিলাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা শহরের পবহাটী গ্রামের এক পেশকার ও ঘোড়ামারা গ্রামের দুই বাড়িতে ডাকাতি করে বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে ডিবি পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি ও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করে। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল নামে এক ডাকাত সদস্য স্বীকার করে যে, তারা সম্প্রতি ডাকাতি মামলার হাজিরা দিতে ঝিনাইদহে আসে। ফিরে যাওয়ার সময় তারা সঙ্ঘবদ্ধ ভাবে আবারো  ডাকাতি করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।


আরও খবর

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩