
মেভটাইমস অনলাইন ডেস্কঃ- ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান আর নেই। শুক্রবার সকালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। গত ২৫ নেভম্বর অধ্যক্ষ হাবিবুর রহমানের স্ত্রী মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর ১৩ দিন পর স্বামীও চলে গেলেন না ফেরার দেশে। হাবিবুর রহমান শৈলকুপার রতিডাঙ্গা গ্রামের ইজ্জত আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, স্ত্রীর মৃত্যুর পর তিনি ভেঙ্গে পড়েন। শুক্রবার ভোট ৫টার দিকে শহরের আরাপপুরের বাসায় হৃদরোগে আক্রান্ত হন অধ্যক্ষ হাবিবুর রহমান। দ্রæত তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি মৃত্যুকালে দুই সন্তান রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা তার প্রিয় ক্যাম্পাস উজির আলী স্কুল মাঠে জানা শেষে শৈলকুপার রতিডাঙ্গা গ্রামে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। এদিকে অধ্যক্ষ হাবিবুর রহমানের মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজি সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।