
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
চুয়াডাঙ্গা জেলার পুলিশ জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানায় এসআই(নিঃ) মোঃ নাহিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রিয়াজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮.০২.২০২৩ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ১১:৪৫ ঘটিকার সময় জীবননগর থানাধীন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১। মোঃ সিহাব উদ্দিন (২০), পিতা-মোঃ বাদল উদ্দিন, ২। মোঃ আলফাজ (২২), পিতা-মোঃ আবুছার আলী বিশ্বাস, সর্বসাং-মেদিনীপুর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদেরকে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল ও একটি পুরাতন ব্যবহৃত Tvs Metro Plus-110 CC মোটর সাইকেলসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।