Logo
শিরোনাম

হরিনাকুণ্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে স্কলারশিপ প্রদান

প্রকাশিত:শুক্রবার ২৪ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১৫৯জন দেখেছেন
Image

অদ্য ২৩ ফেব্রুয়ারি , ২০২৩ ইং তারিখে " খয়বর মেমোরিয়াল ফাউন্ডেশন " এর উদ্যোগে ২য় বারের মতো জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে " খয়বর মেমোরিয়াল স্কলারশীপ-২০২৩ " প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়বর মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ সনজের আলী, পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, জনাব মোঃ আলমগীর হোসেন, জনাব মোঃ শহিদুল ইসলাম টিটো, জনাব মোঃ আকিমুল হোসেন চৌধুরী, জনাব মোঃ দেলোয়ার হোসেন, জনাব মোঃ জহুরুল ইসলাম মুকুল ও জনাব মোঃ জালাল উদ্দীন। উক্ত অনুষ্ঠানে কানাডা থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন KMF এর Promotor & Coordinator Dr. Jahangir Hossain, Prof. UBC, Canada. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সাবেক ০৫ জন শ্রদ্ধেয় শিক্ষক ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি । উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জনাব কাজী জমির উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন KMF এর পরিচালক জনাব মোঃ শহিদুল ইসলাম টিটো। 


উল্লেখ্য যে, জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের অত্যন্ত মেধাবী ছাত্র খয়বর আলী করোনায় আক্রান্ত হয়ে গত ১৬/০৬/২০২০ তারিখে মৃত্যুবরণ করেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে তার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা খয়বর মেমোরিয়াল ফাউন্ডেশন গঠন করে ২০২২ থেকে " খয়বর মেমোরিয়াল স্কলারশিপ " চালু করে।

 মরহুম খয়বর আলী ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা ছিলেন। উল্লেখ্য যে, KMF এ বছর ৪টি ক্যাটাগরিতে মোট ১০ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে Cheque,Crest & Award Letter প্রদান করে। KMF কর্তৃপক্ষ আগামীতেও এই বৃত্তি প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ রুহুল আমিন।


আরও খবর

জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরণ আটক

শুক্রবার ২৪ ফেব্রুয়ারী ২০২৩