
০৬/২/২০২৩ রোজ সোমবার বাদ মাগরিব জামিয়া ছিদ্দীকিয়া ঈশ্বরদী তথা ঈশ্বরদী সিদ্দিকিয়া কওমী মাদ্রাসায় বুখারী খতম উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছিল,
উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন এবং দোয়া করেছেন এবং বুখারী শরীফ এর শেষ দরস পাঠদান করেছেন হযরতুল আল্লাম ও উত্তরবঙ্গের বৃহত্তম মাদ্রাসার কাসেমুল উলুম জামিল মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওঃ মোঃ ইয়াকুব নাযির চটগামী সাহেব দাঃবাঃ।
আরো উপস্থিত ছিলেন আম বাগান মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানে মেহতারামগন।
উক্ত অনুষ্ঠানে প্রথমে কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন, অতঃপর হাফেজ ছাত্রদের কোরআন শরিফের শেষ সবক শুনেন, অতঃপর বুখারী শরীফ এর শেষ সবক পাঠদান করেন। অতঃপর হেফজ ও দাওরায়ে হাদিস সমাপ্ত ছাত্রদের কে দস্তরবন্দী করা হয়, এবং তাদের বাবাদের কে টুপি ও মেসওয়াক উপহার দেওয়া হয়। এরপর দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ করা হয়। এবং বাদ এশা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
বুখারী শরীফ এর শেষ সবক (পাঠ) পড়েন অত্র জামিয়ার ছাত্র মাওঃ রবিউল ইসলাম।
এবছর অত্র জামিয়া থেকে ৬ জন ছাত্র দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করলেন তারা হলোঃ-
১। মাওঃ মোঃ রবিউল ইসলাম, ( পাবনা)
২। মাওঃ মোঃ শরিফুল ইসলাম, (নওগাঁ)
৩। মাওঃ মোঃ নাহিদুল ইসলাম, (নওগাঁ)
৪। মাওঃ মোঃ কামরুজ্জামান, (চুয়াডাঙ্গা)
৫। মাওঃ মোঃ শিহাব উদ্দিন, (পাবনা)
৬। মাওঃ মোঃ আল মামুন, ( চাটমোহর)
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ তায়ালা দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন আমীন!