
মেভটাইমস অনলাইন ডেস্কঃ- বাংলাদেশে নতুন স্মার্টফোন আনছে শাওমি। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত টিজার থেকে এ তথ্য জানা গেছে। টিজারে লেখা রয়েছে, শাওমির নতুন ফোন আসছে ২ নভেম্বর।
প্রতিষ্ঠানের ফেসবুকে দেওয়া টিজারে দেখা গেছে, কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ফোন ধরে আছেন অভিনেতা নাসির উদ্দিন খান। তার পেছনে লেখা ‘ফোন একখান এ ক্লাস’। এতে ধারণা করা হচ্ছে, রেডমির নতুন সিরিজের এ১ প্লাস ফোনটি উন্মোচিত হবে।
এদিকে শাওমির রেডমি এ১ প্লাসের একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। তথ্য অনুসারে, ফোনটির ফিচার ও ডিজাইন অনেকটা রেডমি এ১ এর মতোই হতে যাচ্ছে, তবে কিছু ছোটোখাটো পরিবর্তন থাকছে। নতুন এই মডেলে যুক্ত হয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। একটি হলো ৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অন্যটি এআই ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটারড্রপ নচ।
শাওমির নতুন ফোনে রয়েছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের এন্ট্রি লেভেল চিপ হেলিও এ২২। এছাড়া র্যাম থাকছে ২ জিবি ও ইন্টারনাল স্টোরেজ থাকছে ৩২ জিবি।
৫০০০ এমএএইচ ব্যাটারির ফোনটিতে রয়েছে ১০ ওয়াট এর চার্জার। ধারণা করা হচ্ছে, ফোনটির বাজার মূল্য হবে ১০ হাজার টাকার মতো।