
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি:
স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বৃহৎ উপজেলা চরফ্যাসনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় চরফ্যাসন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার গরুর হাট মাঠে উপজেলার খামারীদের ৭০ টি স্টলে বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ মোরশেদ, অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ডা: মো: রহমত উল্লাহ , চরফ্যাসন উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ প্রমূখ