Logo
শিরোনাম

বিরামপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রকাশিত:শনিবার ২৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ১৫৯জন দেখেছেন
মোঃ সাইফুল ইসলাম

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- 

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (পাইলট হাই স্কুল মাঠ) প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ গোলাম মর্তুজার সঞ্চালনায় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, থানার ওসি সুমন কুমার মহন্ত,  উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকরাম হোসেন, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সফল ডেইরী খামারী জেসমিন আরা প্রমূখ।

এতে ৩০টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, মহিষ, ঘোড়া, বিড়াল, খরগোশ, কবুতর, হাঁস-মুরগী ও পাখ-পাখালী প্রদর্শন করা হয়। এতে সেরা স্টল প্রদর্শনকারী কয়েকজন খামারিকে পুরস্কার প্রদান করা হয়।


আরও খবর

চরফ্যাসনে প্রাণিসম্পদ প্রদর্শনী

রবিবার ২৬ ফেব্রুয়ারী ২০২৩