
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
দিনাজপুর বিরামপুরে প্রাইভেটকারের ধাক্কায় শামসুদ্দীন (৬৫) নামে একজন নিহত।
আজ (২৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১ টার দিকে বিরামপুর পৌরশহরের মির্জাপুর মোড় নামক স্থানে নিহত শামসুদ্দীন বাইসাইকেল যোগে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকার বাইসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, নিহত শামসুদ্দীন (৬৫) বিরামপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত আব্বাস উদ্দীনের ছেলে,নিহত শামসুদ্দীন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩ টায় ইন্তেকাল করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান,প্রাইভেটকারটি আটক করা হয়েছে, পরিবারের লোকজন অভিযোগ করলে আইন-আনুক ব্যাস্থা নেওয়া হবে।