
মেভটাইমস অনলাইন ডেস্কঃ-
দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪নং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রবিবার (১লা জানুয়ারি২০২৩) সকাল ১১.০০ ঘটিকায় নতুন বছরে শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
জনতার চেয়ারম্যান জনাব আব্দুল মালেক মন্ডল জানান, দেশের অন্যান্য এলাকার মত আমাদের এলাকাতেও শীতের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। শীতে বয়স্ক, গরীব নারী পুরুষেরাই বেশী কষ্ট পাচ্ছেন। তাদের কষ্টের কথা চিন্তা করে সরকারের দেওয়া উপহার আমার ইউনিয়নের বৃদ্ধ নারী-পুরুষসহ সকল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরনের ব্যাবস্থা করেছি।
আমি চেয়ারম্যান থাকা অবস্থায় অত্র ইউনিয়নের কোন মানুষ কষ্টে থাকব না।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ইউপি সচিব মাসুদুর রহমান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার আলী,১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফেন্সিআরা বেগম,ছাত্রলীগ নেতা কর্মীরা এবং সকল গ্রামপুলিশ প্রমুখ।