
দিনাজপুরের ফুলবাড়ি রাঙ্গামাটিতে উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর এর সার্বিক ব্যবস্থপনায় ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কতৃক আয়োজিত ২৮শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপি বিজিবি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২২ এ বর্ডার গার্ড বাংলাদেশ এর ০৫ টি রিজিয়ন এবং ০২ টি স্বতন্ত্র সেক্টর অংগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠানে এর সমাপ্তি হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় ০৬ টি স্বর্ণ, ০৫ টি রৌপ্য এবং ০২ টি তাম্র পদক পেয়ে চ্যাম্পিয়ান হয়েছে কক্সবাজার রিজিয়ন এবং ০৫ টি স্বর্ণ, ০৩ টি রৌপ্য এবং ০৫ টি তাম্র পেয়ে রানারআপের গৌরব অর্জন করেছে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর।
এছাড়াও চট্রগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের নবীন সিপাহী অপু বিশ্বাস ও কক্সবাজারের রিজিয়নের প্রবীণ সিপাহী কিবরিয়া শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি,পিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়নের সকল সেক্টর কমান্ডার, দিনাজপুর সেক্টরের অধিনস্থ সকল ব্যাটালিয়ন অধিনায়কগন, ঢাকা সদর দপ্তরের বিজিবি, রংপুর রিজিয়নের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন।