Logo
শিরোনাম

বগুড়ার সান্তাহারে শহীদদের স্মরণে নামকরণ করা সড়কগুলো ভিন্ন নামে পরিচিতি পাচ্ছে

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ২২৫জন দেখেছেন
Md. Emran Hossain

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা শহরে শহীদদের স্মরণে নামকরণ করা সড়কগুলো ভিন্ন নামে পরিচিতি পাচ্ছে। সড়কে থাকা ব্যবসা প্রতিষ্ঠান, দোকান বা রেস্তোরার সাইনবোর্ড শহীদদের নামে ব্যবহার না হয়ে ভিন্ন নামে ব্যবহার করা হচ্ছে। আবার স্থানীয় লোকজন বা গাড়ির চালকেরাও সড়কগুলোকে অন্য নামে ডাকছে। চিঠিপত্র বা পার্শেল ডকুমেন্টেও শহীদদের নামের পরিবর্তে অন্য নাম ব্যবহার হচ্ছে।


 সরজমিনে জানা যায়, ২০০০ সালে মুক্তিযোদ্ধা এল,কে আবুলের নেতৃত্বে ছয় সদ বিশিষ্ট একটি প্রকল্প কমিটির তত্ত্বাবধানে সান্তাহার রেলগেট চত্বরে ট্রাফিক আইল্যান্ডে তিনজন শহীদ মুক্তিযোদ্ধার নামে তিনটি রাস্তার নামকরণ করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা আজিজার রহমানের নামে রেলগেট থেকে দক্ষিণ দিকের সড়ক, শহীদ মুক্তিযোদ্ধা আসাফুদ্দৌলা দেলালের নামে রেলগেট থেকে পশ্চিম দিকের রাস্তার এবং শহীদ মুক্তিযোদ্ধা আশরাফের নামে রেলগেট থেকে উত্তর দিকের সড়কের নামকরণ করা হয়। কিন্তু কিছুদিনের মধ্যে ট্রাকের ধাক্কায় নামকরণের ফলকটি বেশির ভাগ অংশ ভেঙে যায়। ফলে স্থানীয় লোকজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কাছে নামকরণগুলো পারিচিতি পায়নি।


বর্তমানে শহীদ আজিজার সড়কটি পরিচিতি পাচ্ছে, স্টেশন রোড নামে এবং সব ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে স্টেশন রোড হিসাবে ব্যবহৃত হচ্ছে। আবার শহীদ আসাফুদ্দৌলা দেলালের নামে সড়কটি পরিচিতি পাচ্ছে নওগাঁ রোড বা পৌরসভা সড়ক হিসাবে। এইসব স্থানের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলে দেখা গেছে, তারা এই বিষয়ে কারো নির্দেশ পায়নি আবার অনেকে বিষয়গুলো জানেনই না। 


সান্তাহার শহীদ আজিজার সড়কে অবস্থিত মা-বাবা স্টোরের মালিক মোঃ নয়ন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। শহীদদের নামে সড়কের নামকরণের বিষয়টি তেমন প্রচার বা প্রতিষ্ঠিত না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সান্তাহার বিপি স্কুলের মোড়ে নাসির উদ্দীন টুকুর নামে হাসপাতাল্যরোডের নামকরণ করা হয় বেশ কিছুদিন আগে। কিন্তু এই নামে এই সড়ক সম্বন্ধে তেমন কেউই জানে না। এই রাস্তায়ও এই শহীদের নামে কোন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে উক্ত শহীদের নাম ব্যবহার হচ্ছে না। আবার রথবাড়িতে ১৯৭১ সালে এই এলাকার স্বনামধন্য জমিদার শহীদ সুরেন্দ্রনাথের নামে একটি নামফলক করা হলেও পরিচিতি পায়নি শহীদের সড়ক নামে। সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ এ বিষয়ে বলেন, বিষয়টি দুঃখজনক। শহীদ মুক্তিযোদ্ধাদের নামে প্রতিটি রাস্তার নামকরণে প্রশাসনিকভাবে পদক্ষেপ চাই। আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হামিদ বলেন, আমরা এ পর্যন্ত ১১ টি শহীদ মুক্তিযোদ্ধার নামের স্মৃতিফলকের সংস্কার করেছি এবং সান্তাহারের ফলকগুলো অচিরেই পুনর্বার তৈরি করতে পারবো আশা করি।


সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন শহীদের নামে রাস্তা অন্য নামে ব্যবহার হওয়াটা খুবি দুঃজনক। আমার কাছে সরকারি নির্দেশ আসলে আমি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।


আরও খবর

আদমদীঘিতে বিদায় ও বরণ অনুষ্ঠান

বুধবার ০৪ জানুয়ারী ২০২৩