Logo
শিরোনাম

বার্তা আদান প্রদানে সমস্যার জন্য ক্ষমা চেয়েছে হোয়াটসঅ্যাপ

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৩৩৪জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে বিশ্বব্যাপী সমস্যা দেখা দেয়। ব্যবহারকারীরা অভিযোগ করেছিলেন, তারা টেক্সট বা ভিডিও মেসেজ পাঠাতে পারছিলেন না। আনুমানিক মঙ্গলবার দুপুর ১টা থেকে সমস্যা শুরু হয়। অ্যাপের পাশাপাশি ডেস্কটপ ভার্সনেও একই সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ২ ঘণ্টার মধ্যে সমস্ত সমস্যা সমাধান করে দিয়েছে তারা। তাদের সকল পরিষেবা এখন সচল।

পাশাপাশি সমস্যার জন্য ক্ষমাও চেয়েছে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ থেকে বলা হয়, ব্যবহারকারীরা মেসেজ না পাঠাতে পারার জন্য আমরা ক্ষমা চাইছি। যদিও সমস্যার সঠিক কারণ জানায়নি হোয়াটসঅ্যাপ।

চলতি বছরে এটি হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বিভ্রাট। এর আগে গতবছর ৫ অক্টোবর ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দীর্ঘ সময়ের জন্য অচল হয়ে পড়েছিল। লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রায় ৬ ঘণ্টা এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারেনি।


আরও খবর