Logo
শিরোনাম

আল হিল্ম’ বল দিয়ে হবে বিশ্বকাপের সেমিফাইনাল-ফাইনাল

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ২১৬জন দেখেছেন
Md. Emran Hossain

Image

মেভটাইমস অনলাইন ডেস্কঃ- কাতার বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের জন্য অফিসিয়াল বল, অ্যাডিডাসের ‘আল হিল্ম’ উন্মোচন করা হয়েছে। আল হিল্মের অর্থ স্বপ্ন। রোববার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বল উন্মোচন করেছে।


এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালসহ মোট ৬০টি ম্যাচ আল রিহলা বা ভ্রমণ নামের বলটি দিয়ে খেলা হয়েছে। সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচগুলো আল হিল্ম বা স্বপ্ন দিয়ে যাত্রা শুরু করবে।


এই বলটির একটি অনন্য গ্রাফিক ডিজাইন রয়েছে। এটি আল রিহলা থেকে আলাদা। আল রিহলার মতোই আল হিল্মেও 'কানেক্টেড বল' প্রযুক্তি থাকবে। দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আধা-স্বয়ংক্রিয় (সেমি-অটোমেটেড) অফসাইড প্রযুক্তি ব্যবহার করে এবারের বিশ্বকাপে ভাল ফল পাওয়া গেছে।


কাতারের পতাকার নকশা, ফিফা বিশ্বকাপ ট্রফির রঙ এবং দোহা শহরকে ঘিরে থাকা মরুভূমি দ্বারা অনুপ্রাণিত হয়ে আল হিল্মের ডিজাইন করা হয়েছে।


আরও খবর