
মেভটাইমস অনলাইন ডেস্কঃ- বগুড়ার আদমদীঘিতে ১গ্রামে হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ আদমদীঘিতে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার ৩তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমদাদুল (২৭), একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের মৃত অপো প্রামানিকের ছেলে বাবলু ওরফে বাবু (৫৫) ও ঘোষপাড়া এলাকার বেলালের ছেলে নাগর (২৭)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের তল্লাশি করে ইমদাদুলের কাছে থেকে ১ গ্রাম হেরোইন, বাবু ও নাগরের কাছে থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্রঃ সৈকত খাঁন