
মেভটাইমস অনলাইন ডেস্কঃ- আজ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে বেলা ১১.০০ ঘটিকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আদমদীঘি, বগুড়ার আয়োজনে উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. আনিছার রহমানকে অবসরজনিত ও উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. আতিকুর রেজাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান এবং দপ্তরে নতুন যোগদানকৃত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মো. মানিক মিয়াকে বরণ করা হয়।
দপ্তরের এসএপিপিও জনাব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠেয় বিদায় ও বরণ অনুষ্ঠানে দপ্তরের সকল সহকর্মী, ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ফারিহা তিলাত ও উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন।